কুড়িগ্রাম সংবাদদাতাঃ
কুড়িগ্রামে দলিত, প্রতিবন্ধী ও হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার(১৭ জানিয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে ঢাকা ভিত্তিক হিল ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দুই হাজার দলিত, প্রতিবন্ধী ও হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এজেডএম সালেহ, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।
Leave a Reply