হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক সেমিনার ও আলোচনা সভা’র আয়োজন করা হয়।উক্ত কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন এর সভাপতিত্বে ভাইস-প্রিন্সিপাল মোজাম্মেল হক তালুকদার, হিসাববিজ্ঞান বিভাগে’র বিভাগীয় প্রধান মঈনউদ্দীন আহমদ,রোভার স্কাউট লিডার, জগদীশ দেবনাথ, সিনিয়র রোভার মেট আশরাফুল বারী খাঁন সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা স্বাধীন বাংলাদেশ এর ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর অবদান স্বরণে বিভিন্ন বিষয় বস্তু ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন।মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জাতিসংঘের তত্বাবধানে লন্ডন হয়ে ভারতে যাত্রাবিরতি ও সংক্ষিপ্ত সমাবেশে ভাষণ ও ঢাকার পুরাতন বিমান বন্দর (তেজগাঁও বিমান বন্দর) এ অবতরণ সহ বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ ফিরে আসার ঐতিহাসিক ইতিহাস তুলে ধরে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন উক্ত অনুষ্ঠানের সভাপতি ও অত্র কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন।
Leave a Reply