জলঢাকায় জমি সংক্রান্ত জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ! আহত-৭,,,,,,,,,,,,,,,
রবিউল ইসলাম রাজ,বিশেষ প্রতিনিধিঃ
-
Update Time :
Saturday, December 5, 2020
-
552 Time View
নীলফামারীর জলঢাকায় জমির সীমানা নির্ধারণ বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম বালাগ্রাম চাওড়াডাঙ্গী মাঝাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে আহতদের মধ্যে ছবুড়া খাতুন (৫০),তাইয়েবা ইয়াসমিন বেগম (২৪) ও সাইফুল ইসলাম (২৫),শফিকুল ইসলাম (৩০),সাইয়াদুল ইসলাম (২২),তবিবর রহমান। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।সরেজমিনে প্রত্যক্ষদর্শী,মহশীন আলী,রশিদুল ইসলাম ও আবুয়াল সহ অনেকে জানান,ওই এলাকার জমির উদ্দীনের ছেলে তবিবর রহমান (৫৫) ও আলিম উদ্দীনের ছেলে তফেল উদ্দীন (৫৪) এর মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে ১৫ দিন পূর্বে তবিবর রহমান প্রতিপক্ষের নামে থানায় একটি অভিযোগ দায়ের করে ছিলেন। পরে বিরোধের বিষয়টি স্থানীয় মাতব্বরা মীমাংসা করার লক্ষ্যে ঘটনার দিন সকালে জমির সীমানা নির্ধারণ করতে উভয়পক্ষের লোকজনকে একস্থানে জড়ো করে। এসময় প্রতিপক্ষ তফেল উদ্দীন হঠাৎ চড়াও হয়ে উপস্থিত লোকজনের সামনে অকথ্য ভাষায় গালিগালাজের একপর্যায়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে তবিবর রহমান সহ স্ত্রী,মেয়ে ও ছেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের জলঢাকা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দিয়ে ভর্তি করেন।সরেজমিনে নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকে বলেন,তফেল উদ্দিন প্রভাবশালী ব্যক্তি এ জন্য তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না। সে একজন উশৃংখল ব্যক্তি। ক্ষমতার দাপটে যখন তখন মানুষের জমি জোরপূর্বক দখল নেয়াই তার পেশা।ঘটনা বিষয়ে মিডিয়ার সামনে আসতে অপারগতা প্রকাশ করায় প্রতিপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগকারীর পক্ষে সাদেকুল ইসলাম এ প্রতিবেদককে জানায়,তফেল উদ্দিনরা নিজেরা কাটা ছেড়া করে হাসপাতালে ভর্তি হতে পারে বলে আমি জানতে পেরেছি। আমরা ন্যায়বিচার কামনা করতেছি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply